পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মমতাকে দেখে আতঙ্কগ্রস্ত; মোদিকে আক্রমণ জ্যোতিপ্রিয়র - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

By

Published : Mar 7, 2021, 10:59 PM IST

দেশের একমাত্র প্রতিবাদী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান নরেন্দ্র মোদি, অমিত শাহ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আতঙ্কগ্রস্ত মোদি ৷ আজ ব্যারাকপুরে এসে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে এভাবেই আক্রমণ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ রাজ্যে কোনওরকম উন্নয়ন হয়নি বলে বারবার বলেছেন নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ ৷ এই বিষয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কয়েকটি চোখের হাসপাতাল তৈরি করা উচিত ছিল ৷ ছানি কাটানোর হাসপাতাল করে দেওয়ার দরকার ছিল ৷ কারণ প্রধানমন্ত্রী ও তাঁর সাঙ্গপাঙ্গরা ছানি কাটালেই উন্নয়ন দেখতে পেত ।" মোদির ব্রিগেড সভা নিয়েও আক্রমণ করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details