বিজেপির পতাকা-ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ - goghat road blockade by bjp workers
রাতের অন্ধকারে পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করল বিক্ষোভকারীরা । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা । আজ সকালে আরামবাগের বালিদেওয়ানগঞ্জ এলাকার ঘটনা । পরিস্থিতি সামাল দিতে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থানে আসে । বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় ।