পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

23 মার্চ পাহাড়ের তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করবেন বিমল গুরুং

By

Published : Mar 17, 2021, 11:31 AM IST

Updated : Mar 18, 2021, 10:52 PM IST

23 মার্চ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে চলেছে বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা । মঙ্গলবার গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান বিমলপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক রোশন গিরি। পাশাপাশি কালিম্পং জেলা সভাপতি শুভ প্রধান-সহ যে 12 জন কেন্দ্রীয় কমিটির সদস্য মোর্চার থেকে ইস্তফা দিয়েছেন ৷ তাঁদের এদিন কেন্দ্রীয় কমিটির বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্তের কথাও জানান রোশন গিরি । তাঁদের পরিবর্তে কমিটিতে কাশিনাথ খাড়া, শঙ্কর ছেত্রী, সুদর্শন রাই, খারশান রাইকে মনোনিত করা হয়েছে।
Last Updated : Mar 18, 2021, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details