পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জামুড়িয়ায় ডাফলি বাজিয়ে "হাল্লাবোল" ঐশীর গলায় - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021়

By

Published : Mar 15, 2021, 10:52 PM IST

জেএনইউ থেকে জামুড়িয়া । ঐশী আছে ঐশীতেই । বামেদের সেই ঝাঁঝ এবার দেখা গেল জামুড়িয়ার শিল্প তালুকে । ডাফলি বাজিয়ে চেনা "হাল্লাবোল" স্লোগান তুললেন সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষ । এখানেও তাঁর আক্রমণের নিশানায় মোদি সরকার । এবারে তাঁর আওয়াজ কেন্দ্রের শিল্প ও শ্রমবিরোধী আইনের প্রতিবাদে । তাঁর সঙ্গে তিনি সুর চড়ালেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেও । অসংগঠিত শ্রমিকদের বঞ্চনা ও অত্যাচারের বিরুদ্ধে তিনি গর্জে ওঠেন । জামুড়িয়ার ইকরা শিল্প তালুকে ভোট প্রচারে বেরিয়ে ঐশীর দাবি শ্রমিকদের নাহ্য পাওনার দাবি নিয়ে তামাম দুনিয়ায় লাল ঝাণ্ডা লড়ে যাচ্ছে । সেক্ষেত্রে ব্যতিক্রম নয় জামুড়িয়াও ।

ABOUT THE AUTHOR

...view details