মমতাকে "গুন্ডা কন্ট্রোল" মনে করালেন সিপিআই নেতা - West Bengal Assembly Election 2021
"উনি তো নিজেই গুন্ডা কন্ট্রোল করেন, থানা কন্ট্রোল করেন । তাঁকে মারবে কে ?" গতকাল রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায় । গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর পা থেকে মাথা পর্যন্ত মার খাওয়ার চিহ্ন রয়েছে । বামফ্রন্ট সরকারের আমলে সরকারের আশ্রিত গুন্ডারা তাঁকে মেরেছিল । সেই প্রসঙ্গে এবার পালটা দিলেন সিপিআই নেতা । বললেন, " বাম সরকারের আমলে তাঁকে যে মারা হয়েছিল তার কোনও প্রমাণ নেই। কোনও সরকারি হাসপাতালে কোনও নথি নেই । ভোটের সময় মানুষের কাছে সহানুভূতি চাইতেই নিজের মার খাওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী ।"