মগরাহাট বিধানসভা কেন্দ্রে টহল কেন্দ্রীয়বাহিনীর - west bengal assembly election
বিধানসভা ভোটের আগে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি ৷ আজ দক্ষিণ 24 পরগনা জেলার উস্তির সংগ্রামপুরে ও কালিকাপোতা এলাকায় টহল দিলেন সিআরপিএফ জওয়ানরা ৷ বিধানসভা ভোটের আগে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর ভোটকেন্দ্রগুলি ঘুরে দেখলেন তাঁরা ৷ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরও এমনই টহলদারি চলবে বলে জানান এসডিও শান্তনু সেন ৷ তিনি আরও জানান," নির্বাচনের দিন ভোটাররা যাতে সম্পূর্ণ নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন সেজন্যই এই টহলদারি ৷ "