খিদিরপুরে 'গো ব্যাক মোদি' স্লোগান, উড়ল কালো বেলুন - নরেন্দ্র মোদি
আজ ব্রিগেড সমাবেশে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাই নিয়ে উচ্ছ্বসিত ছিলেন বিজেপি সমর্থকরা । তাঁরা দলে দলে যোগ দেন নরেন্দ্র মোদির আজকের সমাবেশে । কিন্তু এর উল্টো চিত্র দেখা যায় খিদিরপুর এলাকায় । বিজেপি বিরোধিরা 'গো ব্যাক মোদি' স্লোগান দিয়ে কালো বেলুন উড়িয়ে দেয় আকাশে । বেলুনের নিচে 'গো ব্যাক মোদি' লেখা কালো কাপড় লাগিয়ে তা আকাশে উড়িয়ে দেওয়া হয় ।