বিজেপির ব্রিগেড চলো পোস্টার ছেঁড়া হল কাঁকসা - কাঁকসায় ছিঁড়ল বিজেপির পোস্টার
কয়েকদিন আগেই কাঁকসার বামুনাড়াতে শাসকদলের পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এবার সেই বামুনাড়া বিবেকানন্দ পার্ক এলাকায় বিজেপির ব্রিগেড যাওয়ার প্রচারের পোস্টার ছিঁড়ে দেওয়ার পালটা অভিযোগ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা বাসুদেব পালের অভিযোগ টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ প্রতিনিয়ত করছে এবং এলাকা অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। পরপর পাঁচটি পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।