চুঁচুড়ায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন, অভিযোগের তির তৃণমূলের দিকে - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021
চুঁচুড়ার সুকান্ত নগরে বিজেপি কর্মী মিন্টু মণ্ডলের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে ৷ মিন্টু মণ্ডলের বাবা গোপাল মণ্ডলের অভিযোগ, একটি বাইকে প্রথম আগুন লাগানো হয় ৷ পরে সেই আগুন ছড়িয়ে যায় ৷ পরে বাড়ির লোক টের পেলে আগুন নেভানো হয় ৷ তিনি বলেন, "কিছুদিন আগেই পাড়ার কিছু লোকের সঙ্গে ছেলের বচসা বাঁধে ৷ সেই কারণেই পেট্রল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এলাকার তৃণমূল কর্মী । বাড়ির বড় ছেলে মিন্টু বিজেপি করে বলেই এমন ঘটনা ঘটল ৷"