কেন্দ্রীয় বাহিনীকে জয় বাংলা মাস্ক - জয় শ্রীরাম
নির্বাচনে নিরাপত্তার কাজে আসা কেন্দ্রীয় বাহিনীকে জয় বাংলা লেখা মাস্ক । জেলা প্রশাসনের দেওয়া জয় বাংলা লেখা মাস্ক বাতিলের দাবিতে গতকাল রায়গঞ্জের মহাত্মা গান্ধি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীসমর্থক । অবিলম্বে তৃণমূলের স্লোগান লেখা মাস্ক বাতিল না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় । পরে অবশ্য পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা । যদিও জেলা প্রশাসন এতে কোনও ভুল দেখছে না ।