পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আমফানের টাকা দিদি-ভাইদের পকেটে ! - bhatpara in west bengal

By

Published : Feb 17, 2021, 3:06 PM IST

আজ সকালে ভাটপাড়ার এক চা চক্রে যোগ দিয়ে বিজেপি নেতা শাসকদল সাধারণের টাকা লুটছে বলে আক্রমণ করেন । তিনি বলেন, "দক্ষিণ 24 পরগনায় আমফানে সব থেকে বেশি ক্ষতি হয়েছে । ওখানে 90 শতাংশ মানুষ সংখ্যালঘু । তাদের ঘর-জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ননামের । আমফানের পর তাদের নিজস্ব ঘর বলতে কিছুই আর নেই । সামান্য প্লাস্টিক তালপাতা দিয়ে ঘর বানিয়ে থাকছে । আর তাদের জন্য বরাদ্দ সেই টাকা পর্যন্ত মেরে দিয়েছে সরকার । আমফানের টাকা চলে যাচ্ছে দিদি-ভাইদের পকেটে ।"

ABOUT THE AUTHOR

...view details