অনুব্রতর 'কথায়' গান বাঁধল, নাচে মাতল বীরভূম বিজেপি
এবার অনুব্রত মণ্ডলের চর্চিত স্লোগান "খেলা হবে"-তে সুর দিয়ে গান বাঁধল বিজেপি। "খেলা হবে, খেলা হবে, 2021-এ গেরুয়া আবির খেলা হবে"-এই কথায় সুর দিয়ে গানে ও নাচে মাততে দেখা গেল বীরভূমের বিজেপি কর্মী-সমর্থকদের । ইতিমধ্যে অনুব্রতর "খেলা হবে" রাজ্য তৃণমূলের জনপ্রিয়তম স্লোগানে পরিণত হয়েছে ।