হাবড়ায় পরিবর্তন যাত্রার রথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী - shankar chatterjee
হাবড়ার পরিবর্তন যাত্রার রথে যোগ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিন সকাল 10টা নাগাদ অশোকনগর রাধা কেমিক্যাল মোড় থেকে রথেযাত্রা শুরু হয়। সাড়ে 10টা নাগাদ স্থানীয় বনবনিয়া চৌমাথা থেকে মুখ্যমন্ত্রী রথে যোগ দেন। পরিবর্তন রথ হাবড়ায় 35 নম্বর জাতীয় সড়ক ধরে বারাসতের দিকে এগায় ৷ ওই রথে বিপ্লব দেবের পাশাপাশি ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি রীতেশ তিওয়ারি, রাজ্য সম্পাদক তনুজা চক্রবর্তী, বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়।