নেত্রীকে কৃতজ্ঞতা জানালেন শান্তিপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অজয় দে - বিধানসভা নির্বাচন 2021
শান্তিপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েক কৃতজ্ঞতা জানালেন তৃণমূল নেতা অজয় দে ৷ বলেন, "আমার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ নয়, কৃতজ্ঞতা জানাই ৷ এর আগেও আটবার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছি ৷ তৃণমূলের হয়ে তৃতীয়বারের জন্য লড়াই করতে যাচ্ছি ৷ " শান্তিপুর কেন্দ্রের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে যোগ দেওয়ায় এবারে প্রার্থী কাকে করা হবে তা নিয়ে অনেকদিন ধরেই দলের অন্দরে চলছিল জল্পনা ৷ তবে অজয়বাবুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করায় উচ্ছ্বসিত তৃণমূলের স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকরা ৷