দলনেত্রীকে ধন্যবাদ, মানুষের পাশে থাকতে চান বর্ণালী দে - ranaghat Dakshin constituency barnali dey
বর্ণালী দে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর আজ প্রচারে নামলেন । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "গত 5 বছরে সিপিআইএম বিধায়ককে সাধারণ মানুষ দেখতে পাননি । তিনি কাজ করেননি । সাধারণ মানুষের দাবিদাওয়া পূরণ করতে চাই । আগেও মানুষের সঙ্গে ছিলাম, আগামী দিনেও থাকব । মানুষের জন্য কাজ করতে চাই ।"