পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিজেপি কর্মীর বাড়িতে হামলা, কাঠগড়ায় তৃণমূল - west bengal assembly election 2021

By

Published : Feb 26, 2021, 4:23 PM IST

গভীর রাতে আইয়ুব আলি নামের এক বিজেপি কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরূদ্ধে ৷ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার খাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘোষের চক এলাকার ঘটনা ৷ আইয়ুবের পরিবারের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পর বাড়ি ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয় ৷ ঘটনার জন্য স্থানীয় তৃণমূল নেতা শান্তনু বাপুলিকেই দায়ি করেছেন আয়ুবের পরিবার ৷ ঘটনার কথা রায়দিঘি থানার পুলিশকে জানানো হলেও পুলিশের তরফে কোনও সাহায্য মেলেনি বলে দাবি তাদের পরিবারের ৷ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে নির্যাতিত পরিবারের লোকজন । অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা নুর মহম্মদ শেখ জানান , পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷ পাশাপাশি রায়দিঘি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details