পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

প্রার্থী ঘোষণার পরেই খেলা শুরু অনুব্রতর - দেওয়ালে ঘাসফুলের ছবি এঁকে ভোটের প্রচার শুরু

By

Published : Mar 5, 2021, 7:43 PM IST

ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে । তারপরেই দেওয়ালে ঘাসফুলের ছবিতে তুলির টান দিয়ে প্রচারে নেমে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । বোলপুরে দেওয়াল লিখনের পর তিনি বলেন, "প্রার্থী ঘোষণা মানেই খেলা শুরু হয়ে গেছে । প্রার্থীরা তো খেলতে নেমেই গেছে । খুব ভাল খেলা হবে, সুন্দর খেলা হবে । এবারের নির্বাচনে 220 থেকে 230টি আসনে তৃণমূল জিতবে । আর বীরভূমে 11 টা আসনে জিতব ।"

ABOUT THE AUTHOR

...view details