কোচবিহারে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস, প্রার্থী পার্থপ্রতীম আর অভিজিৎ - কোচবিহারে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতীম রায় এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রার্থী হচ্ছেন ৷ এই খবর আসতেই কর্মী-সমর্থকরা মেতে উঠল উচ্ছ্বাসে । শুক্রবার দুপুরে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে ৷ সেই মতো আসন্ন বিধানসভা নির্বাচনে পার্থপ্রতীম রায় প্রার্থী হচ্ছেন শীতলকুচিতে, অন্যদিকে অভিজিৎ দে ভৌমিক প্রার্থী হচ্ছেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রে ৷ প্রার্থী তালিকা প্রকাশের পরেই বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা ।