পিতৃভূমির পারিবারিক পুজোয় অগ্নিমিত্রা পল
নিজের পিতৃভূমিতে এসে পারিবারিক মন্দিরে পুজোয় মেতে উঠলেন বিজেপির মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল । শুক্রবার সকালে দুর্গাপুরের গোপালমাঠে নিজেদের পারিবারিক মন্দিরে ভক্তি ও নিষ্ঠার সাথে শিবের আরাধনা করেন তিনি । তার জেঠু সহ পরিবারের অন্যান্যদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেবার পর দেখা করলেন ওই এলাকার বাসিন্দাদের সাথেও । আসানসোল অথবা দুর্গাপুরের সম্ভাব্য প্রার্থীও হতে পারেন অগ্নিমিত্রা, এমনটাই খবর শোনা যাচ্ছে গেরুয়া শিবিরে ।