বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৩৫ পরিবারের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
বিধানসভা নির্বাচনের আগে দল পরিবর্তনের পালা অব্যাহত পুরুলিয়া জেলায় । এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে 35টি পরিবার । আড়ষার সিরকাবাদে আয়োজিত তৃণমূলের কর্মী সম্মেলনের মধ্য দিয়ে যোগদান করেন তাঁরা । তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী, জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালি সহ অন্যান্যরা । যোগদানকারীরা পুরুলিয়ার আড়ষায় অঞ্চলের সিরকাবাদের নুনিয়া গ্রামের বাসিন্দা । সাধারণ মানুষ ও এলাকার উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগদান, জানালেন যোগদানকারীরা ।