মিম ছেড়ে তৃণমূলে শোয়েব আখতার - মিম ছেড়ে তৃণমূলে শোয়েব আখতার
বীরভূম জেলার মিমের সাধারণ সম্পাদক শোয়েব আখতার-সহ প্রায় পাঁচ হাজার কর্মী ও সমর্থক তৃণমূলে যোগদান করে বলে দাবি জেলা তৃণমূলের । আজ মিম নেতা শোয়েব আখতারের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত মণ্ডল ।