গত দু'বারের থেকে বেশি ভোট না পেলে সরকার নয় : সুব্রত - গত দুটো টার্মের থেকে এবারে বেশি ভোট না পেলে সরকার গড়ব না
দক্ষিণ কলকাতায় বঙ্গধ্বনি পদযাত্রায় শামিল হয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আগের দুটো টার্মে যে ভোট পেয়েছেন, এবারে তৃতীয় টার্মে তার থেকে বেশি ভোট না পেলে সরকার গড়ব না।" বালিগঞ্জ ফাঁড়ি থেকে যদুবাবুর বাজার পর্যন্ত আজ বঙ্গধনি পদযাত্রা করেন তৃণমূল কংগ্রেসের নেতারা। পা মেলান সুব্রত মুখোপাধ্যায়, মণীশ গুপ্ত, দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা।