দরকার হলে বিজেপির জেলা অফিসে হামলা, হুঁশিয়ারি তৃণমূল নেতার - হুঁশিয়ারি তৃণমূল নেতার
"বিজেপি যেভাবে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের অফিসে হামলা চালাচ্ছে এবার কিন্তু আমরা চুপ করে বসে থাকব না। দল সিদ্ধান্ত নিলে আমরা বিজেপির জেলা অফিসেও হামলা করতে ছাড়ব না ।" বর্ধমানের কার্জন গেট থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন জেলা আইএনটিটিইউসি-র সভাপতি ইফতিকার আহমেদ । কয়েকদিন ধরেই বর্ধমান শহরের নীলপুর এলাকায় তৃণমূল-বিজেপির মধ্যে অশান্তি চলছে। তৃণমূলের বেশ কয়েকটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে । অন্যদিকে বিজেপির কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়ার পালটা অভিযোগ করা হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ ও র্যাফ । সোমবার বিকেলে বর্ধমান শহরে বঙ্গধ্বনি যাত্রায় সামিল হন তৃণমূল নেতা-কর্মীরা। মিছিল শেষে কার্জন গেট এলাকায় বক্তব্য রাখতে গিয়ে ইফতিকার আহমেদ বলেন, "বিজেপি যদি মনে করে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালাবে তাহলে তারা ভুল করছে। দল সিগনাল দিলেই কিন্তু আমরা বিজেপির জেলা অফিসে হামলা করতে পারি। তাই বিজেপির সাবধান হওয়া উচিত। আমরা আর ছেড়ে কথা বলব না।"