EVM ভাঙচুর করা উচিত ছিল : লকেট - EVM
ধনেখালিতে BJP-র বিরুদ্ধে EVM ভাঙচুরের অভিযোগ উঠল । যদিও অভিযোগ অস্বীকার করেছেন হুগলি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী লকেট চ্যাটার্জি । তিনি বলেন, "EVM ভাঙচুর করেছি দেখাক তো । ভাঙচুর করা উচিত ছিল । ওই EVM-এ পাপের ভোট ছিল । গণতন্ত্রে মানুষের ভোট নেই । পাপের ভোটের EVM-কে ধ্বংস করে দেওয়া দরকার । ভেঙে দেওয়া দরকার । ভেঙে দিলে ভালো হত । " দেখুন ভিডিয়ো..