"আমরা দাদার অনুগামী" লেখা পোস্টারে ছয়লাপ তারকেশ্বর - জেলা তৃণমূল
শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্বের থেকে ইস্তফার পরই তারকেশ্বর শহর জুড়ে "আমরা দাদার অনুগামী" লেখা পোস্টারে ছয়লাপ। এর আগেও তারকেশ্বরের বালিগোড়ী এলাকায় এই পোস্টার পড়েছিল। ফের এই পোস্টার ঘিরে গুঞ্জন শুরু হয়েছে জেলা তৃণমূলের অন্দরে ৷ এর আগেও বিভিন্ন জেলায় এই পোস্টারের দেখা মিলেছে ৷