আমরা ঢিল মারি না, বলি না কাউকে শ্মশানে পাঠিয়ে দেব : অনুব্রত
"বাংলায় রাষ্ট্রপতি শাসন করুক তো দেখি? করলে মানুষ যোগ্য জবাব দেবে। " আজ বীরভূমের ময়ূরেশ্বর দু'নম্বর ব্লকের কোটাসুরে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলনে এই মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আসন্ন বিধানসভায় ভোটকে সামনে রেখে বীরভূম জেলা জুড়ে প্রতিটি ব্লকে বুথ সম্মেলন করছে তৃণমূল । সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, " আমরা ঢিল মারি না, আমরা বলি না শ্মশানে পাঠিয়ে দেব। মমতা ব্যানার্জি 2011 সালে বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমাদের উন্নয়নের ভোট দেখে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে।" বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর ডায়মন্ড হারবারে হামলার ঘটনার পর বিজেপি রাজ্যে রাষ্ট্রপতি শাসনে দাবি করছে। সেই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, "করে দেখুক তো একবার? করলে পশ্চিমবঙ্গের মানুষ যোগ্য জবাব দেবে।"