"মুখ্যমন্ত্রীর নির্দেশেই পাহাড়ে যাইনি", বললেন গৌতম দেব - মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ সফরে এসে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 এর প্রতিবাদে পাহাড়ে আজ মিছিল ও সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সভায় অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন থাকলেও ছিলেন না উত্তরবঙ্গে থেকে নির্বাচিত মন্ত্রিসভার সদস্যরা ৷ শিলিগুড়িতে থাকলেও পাহাড়ে যাননি মন্ত্রী গৌতম দেব ও গোলাম রব্বানি ৷ কেন গেলেন না তাঁরা দার্জিলিং ? উত্তরে গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল ৷ পাহাড়ে তিনি পদযাত্রা ও সভা করবেন ৷ আর সমতলে শিলিগুড়ি মহকুমায় একইভাবে মিছিল-সমাবেশ করতে হবে ৷ তাই কেউ শিলিগুড়িতে, কেউ উত্তর দিনাজপুরে বিভিন্ন সভায় যোগ দিয়েছিলেন ৷