Suvendu Adhikari : বাংলাদেশে হিংসার প্রতিবাদে মিছিল শুভেন্দুর - Khejuri
বাংলাদেশে হিংসার প্রতিবাদে শনিবার হিন্দু জাগরণ মঞ্চের ডাকে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি সংগঠনের পক্ষ থেকে খেজুরি থানার হেঁড়িয়া বাজারে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে হাজার হাজার সনাতনীদের সঙ্গে পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন খেজুরির হেঁড়িয়া বাজার থেকে মুগবেড়িয়া বাজার পর্যন্ত মিছিল করা হয়। সনাতনীদের উপর এই ধরনের অত্যাচারের প্রতিবাদে সর্বস্তরের মানুষকে একজোট হয়ে প্রতিবাদে নামার আহ্বান জানানো হয় এই মিছিল থেকে।