ভিড়ই বলে দেবে মমতার সাফল্য - cpim
সময় বদলেছে ৷ বদলে গেছে অনেক কিছু ৷ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলায় যখন ঘাসফুল ফুটেছিল তখন সম্ভবত আজকের ছবিটি কল্পনাতেও আসেনি ৷ রাজ্যজুড়ে এখন গেরুয়া ঝড়ের আভাস ৷ কঠিন চ্যালেঞ্জের মুখে তৃণমূল কংগ্রেস ৷ নিজেদের পালে হাওয়া টানতে রাজনৈতিক রণকৌশলী প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশান্ত কিশোরের মস্তিষ্ক কি এবার নতুন করে অক্সিজেন জোগাবে দলকে ? এই বিষয়ে নিজের মত জানালেন রাজনৈতিক বিশেষজ্ঞ রাজা গোপালধর চক্রবর্তী ৷