আজই জঙ্গলমহলে "পরিবর্তন যাত্রা"র সূচনা করবেন নাড্ডা - পশ্চিমবঙ্গ নির্বাচন 2021
আজ একাধিক কর্মসূচি নিয়ে রাজ্য সফরে জেপি নাড্ডা । সেই কর্মসূচি অনুযায়ী, পরিবর্তন যাত্রার সূচনা করতে ঝাড়গ্রামের লালগড়ে আসবেন তিনি । পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার পর তিনি সভা করবেন । সেখানে সিধু কানহুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন । এরপর ঝাড়গ্রামের অফিসার ক্লাবের পাশের মাঠে সভামঞ্চে আদিবাসী নৃত্য দেখবেন । পরে ঝাড়গ্রাম হয়ে খড়গপুরের উদ্দেশে রওনা দেবেন । নাড্ডা ছাড়াও সভায় উপস্থিত থাকার কথা ভারতী ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, কুনার হেমব্রম, সুকান্ত মজুমদার, ঝাড়গ্রাম বিজেপির সভাপতি সুখময় সৎপতিসহ বিজেপির একাধিক নেতা ।