আমরা সাম্প্রদায়িক হলে আদিবাসীরা কী, প্রশ্ন আব্বাসের - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
কোনও কিছু না পেয়ে বিজেপি-তৃণমূল বলছে বামফ্রন্ট, কংগ্রেস একটা কমিউনাল দলকে সঙ্গে নিয়েছে । হরিপালের শিমূল সরেনের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বললেন আব্বাস সিদ্দিকী । আব্বাস এদিন ফের মনে করিয়ে দেন, আমি দলের কোনও প্রার্থী পদে নেই, পদেও নেই । আমাদের দলের সভাপতি শিমূল সরেন । আমাদের যদি কমিউনাল বলা হয় তাহলে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে কমিউনাল বলা হবে । আমাদের ইচ্ছা, আইএসের দলের সর্বভারতীয় সম্পাদক করব শিক্ষিত হিন্দু ভাইকে ।