কেন্দ্রীয় বাহিনীর পুরোটাই বিজেপির সাথে থাকবে : ব্রাত্য - পুরুলিয়ায় জিতবে তৃণমূল
"বন্দুক, পাইপগান, ট্যাঙ্ক এসব দিয়ে মানুষের ভোট আটকানো যাবে না "। পুরুলিয়া শহরে দলীয় মিছিলে যোগ দিয়ে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু । এদিন পুরুলিয়া শহরের ধবাঘাটা মোড় থেকে মিছিলটি শহর পরিক্রমা করে । ব্রাত্য বসু বলেন, "লোকসভা নির্বাচনে বিজেপির যে হাওয়া ছিল সেই হাওয়া পুরুলিয়ায় পাল্টে গেছে । পুরো হাওয়াটাই তৃণমূলের পক্ষে যাচ্ছে ।" এছাড়াও নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনীর ভরসায় আমরা ভোটে লড়ব না । কেন্দ্রীয় বাহিনীর পুরোটাই বিজেপির সাথে থাকবে । কিন্তু সাধারণ মানুষকে কি কেন্দ্রীয় বাহিনী আটকাতে পারবে ? "