সায়ন্তন বসুর নেতৃত্বে জলপাইগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রা - Sayantan Basu
জলপাইগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হয় । এদিন পাহাড়পুর মোড় থেকে বাইক মিছিল করে গোসালা মোড় হয়ে বিডিও অফিস হয়ে জলপাইগুড়ি শহরে ঢোকে পরিবর্তন যাত্রা । এদিনে মিছিলকে কেন্দ্র করে কার্যত স্তব্ধ হয়ে যায় শহর । এদিন পরিবর্তন যাত্রায় ছিলেন সায়ন্তন বসু । তিনি বলেন, এই পরিবর্তন যাত্রা,মানুষের মধ্যে পরিবর্তন বোধ জাগ্রত করবে । এর আগে একাধিক জায়গায় পরিবর্তন যাত্রা আটকানো হয়, সেই প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ পুলিশের কাজ করেছে । তারাও বুঝেছে যে, পরিবর্তন আসবে ।