ভারী বৃষ্টিতে জলমগ্ন রেজিনগরের দাদপুর - ভারী বৃষ্টিতে জলবন্দী গ্রাম
জল জমে নাজেহাল অবস্থা গ্রামের । রেজিনগর থানার দাদপুর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া বাগানের বাসিন্দারা বর্তমানে জলবন্দী । কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে কার্যত জলে ভাসছে দাদপুর নতুনপাড়া বাগান এলাকার 16টি বাড়ি ।