Asansol Rescued By Army: জলমগ্ন আসানসোলে উদ্ধার কাজে নামল সেনা - army
টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল শিল্পাঞ্চল। বিভিন্ন এলাকায় বহু বাড়িতে জল ঢুকেছে। আটকে রয়েছেন অনেক বাসিন্দা। দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের কর্মীরা চেষ্টা করলেও সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাই পরিস্থিতি সামাল দিতে এবার নামানো হল সেনা ও এনডিআরএফ জওয়ানদের। বড় নৌকো আনা হয়েছে উদ্ধার কাজের জন্য। আসানসোলের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও এনডিআরএফের জওয়ানরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন।