পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

হাওড়া জেলা জুড়ে চলছে 'জল ডাকাতি' - Howrah

By

Published : Sep 4, 2019, 11:13 PM IST

হাওড়া জেলা জুড়ে রমরমিয়া বাড়ছে বোতলজাত পানীয় জলের অবৈধ কারবার ৷ বিনা অনুমতিতে বোরিং করে তোলা হচ্ছে ভূগর্ভস্থ জল । দেখে কার্যত চক্ষু চড়কগাছ এনফোর্সমেন্ট কর্তাদের । হাওড়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্স উলুবেড়িয়ার বাগনানের খাদিনান এলাকার 5টি বোতল জাত পানীয় জল প্রস্তুতকারক কারখানায় অভিযান চালায়৷ পাঁচটি কারখানারই বৈধ কোনও নথি নেই , নেই জল উত্তোলনের অনুমতিও৷

ABOUT THE AUTHOR

...view details