water problem in Asansol: 4 দিন নির্জলা আসানসোলের একাংশ, পৌরনিগমে বিক্ষোভ স্থানীয়দের - আসানসোলের খবর
আসানসোল পৌরনিগমের 43 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আসানসোল শহরের ঘাঁটি গলি এলাকা থেকে রামবন্ধু তালাও এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের কষ্ট (water problem in Asansol)। বারবার বাসিন্দারা আসানসোল পৌরনিগমে (Asansol municipal corporation) জানিয়েছেন । তারপরও কোনও সুরাহা হয়নি । গত চারদিন ধরে একেবারেই নির্জলা রয়েছেন শহরের প্রাণকেন্দ্রে বসবাসকারী বাসিন্দারা । সোমবার রাতে 43 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অবরোধ শুরু করেন পানীয় জলের দাবিতে । প্রাক্তন কাউন্সিলার ও এলাকার নেতাদের আশ্বাসে অবরোধ উঠেছিল । মঙ্গলবার সকালে ফের জল পাননি বাসিন্দারা । তাই তাঁরা ফের আসানসোল পৌরনিগমে যান বিক্ষোভ দেখাতে । দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পাশাপাশি পৌর প্রশাসককে স্মারকলিপি দেন বিক্ষুব্ধ বাসিন্দারা । আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বন্যার কারণে জল সরবরাহকারী পাইপে প্রচুর বালি ঢুকে গিয়েছিল । যার কারণে ব্যাহত হয়েছিল পরিষেবা । আগামী দু-একদিনের মধ্যেই সমস্যা মিটে যাবে ।