পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দিনভর বর্ষণে রাজ্যের জলছবি - rain

By

Published : Jul 30, 2021, 2:10 PM IST

একদিনের বৃষ্টিতে জেরবার গোটা কলকাতা ৷ পিছিয়ে নেই জেলাগুলিও ৷ কোথাও হাঁটু জল, কোথাও বা বুক সমান৷ কোথাও বা আটকে বাস, কোথাও ট্রেন ৷ সড়কপথে নেমেছে বোট ৷ গত দুদিনের প্রবল বৃষ্টিতে নাজেহাল গোটা রাজ্য ৷ কলকাতা থেকে পুরুলিয়া , হাওড়া থেকে বারাসত - সব জায়গার জলছবি একইরকম ৷ কলকাতার গড়িয়া থেকে ঠনঠনিয়া জল জমাতে একে অপরকে যেন টেক্কা দিচ্ছে রাত থেকে ৷ জেলা ও শহরতলির অবস্থা আরও ভয়াবহ ৷ বাঁধ ভাঙছে ৷ বাড়িতে জল ঢুকেছে৷ মেঝে ছেড়ে গৃহস্থ ঠাঁই নিয়েছে খাটের উপর ৷

ABOUT THE AUTHOR

...view details