হাওড়ায় বৃষ্টি থামলেও শুরু হয়নি জল বের করার কাজ - হাওড়ায় বৃষ্টি থামলেও শুরু হয়নি জল বের করার কাজ
দু'দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার একাধিক ওয়ার্ড । শুক্রবার থেকে টানা দু'দিনের বৃষ্টির জেরে ফের সামনে এসেছিল হাওড়া পৌরনিগম এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা । বৃষ্টি থামার পরেও বহু জায়গায় এখনও বদলায়নি সেই ছবি । বালির একাধিক ওয়ার্ড এখনও জলমগ্ন । সবচেয়ে করুণ অবস্থা ৬০ নম্বর ওয়ার্ডের । প্রায় হাঁটু জল ওয়ার্ডের বেশিরভাগ জায়গাতেই । বাড়ির ভেতরেও জমেছে হাঁটু জল ৷ যার জেরে স্বাভাবিকভাবেই সেখানে জনজীবন বিপর্যস্ত । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি থামার পরেও এখনও পৌরনিগমের তরফ থেকে শুরু হয়নি পাম্প বসিয়ে জল বের করা কাজ ৷
Last Updated : Aug 18, 2019, 11:05 PM IST