পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

3 দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন রানিগঞ্জ - raniganj

By

Published : Jun 18, 2021, 3:39 PM IST

টানা তিনদিন ধরে চলছে ভারী বৃষ্টি ৷ এর জেরে কোথায় রাস্তা, আর কোথায় নালা তা বোঝা দায় ! এমনকী অনেকের বাড়ি-ঘরের ভিতরে জল ঢুকেছে ৷ জলবন্দি রানিগঞ্জের হোসেন নগর ও আলিনগরের একাধিক পরিবার ৷ নিকাশি ব্যবস্থা সঠিক না হওয়ার ফলে প্রতি বর্ষাতেই এমন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের ৷ অভিযোগ, বহুবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনও সুরাহা মেলেনি ৷

ABOUT THE AUTHOR

...view details