টানা বৃষ্টিতে জল জমল ক্যানিং বাজারে - নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত
রাতভর টানা বৃষ্টির জেরে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় জমেছে জল ৷ ক্যানিংয়ের শতমুখী বাজার এলাকা জলমগ্ন । রাস্তার বেহাল দশায় জেরবার নিত্যযাত্রীরা । ইতিমধ্যেই স্থানীয় নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের পাম্পের মাধ্যমে জমা জল সরানোর কাজ শুরু হয়েছে । স্থানীয়দের দাবি, স্বল্প বৃষ্টিতে প্রত্যেকবারই ক্যানিংয়ের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় ডুবে যায় ৷ প্রশাসনকে বারবার নিকাশি সংস্কারের কথা বললেও কোনওরকম সুরাহা হয়নি বলে সাধারণ মানুষের দাবি ৷