পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লাগাতার ভারী বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার - কোচবিহারের একাধিক শহর জলমগ্ন

By

Published : Sep 15, 2020, 1:44 PM IST

সকাল থেকেই লাগাতার বৃষ্টি ৷ তার জেরে জলমগ্ন কোচবিহার শহরের একাধিক জায়গা ৷ কেশব রোড থেকে সুনীতি রোড, দেবী বাড়ি থেকে পঞ্চরঙ্গী সর্বত্রই জলমগ্ন ৷ এর ফলে দুর্ভোগে পড়তে হয় শহরের বাসিন্দাদের ৷ স্থানীয়দের অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজার শহর ৷ ইতিমধ্যেই নালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং ৷

ABOUT THE AUTHOR

...view details