Water Log At Ghatal Hospital: টানা বৃষ্টিতে ডুবল ঘাটাল হাসপাতাল, দুর্ভোগে আমজনতা - Ghatal latest news
'জাওয়াদ'-এর প্রভাবে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিস্তীর্ণ এলাকা (Water Log At Ghatal Hospital) ৷ ফলে সমস্যায় পড়তে হল রোগী, রোগীর আত্মীয়-সহ স্বাস্থ্যকর্মীদের ৷ হাসপাতালের এই অবস্থার জন্য কর্তৃপক্ষকে দায়ী করলেন হাসপাতালে আসা রোগীর পরিজনরা ৷ সাধারণ মানুষের অভিযোগ বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই পরিস্থিতি থেকে কতদিনে মুক্তি পাওয়া যাবে তাও কারও জানা নেই ৷