চলন্ত গাড়িতে আগুন : ভিডিয়ো - Fire in running car
পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়কের উপর একটি গাড়ি আসছে । হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে গাড়ির তলায় । গাড়িতে আগুন দেখতে পেয়ে থামানোর জন্য বলেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মী । গাড়ি থেকে নিরাপদে বেরিয়ে আসেন চালক ও দুই যাত্রী । পরে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । শট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান দমকল কর্মীদের ।