আসানসোলে শুরু তৃণমূলের দেওয়াল লিখন - Walling of TMC in Asansol
ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। হয়নি চূড়ান্ত প্রার্থী তালিকাও। এরই মধ্যে আসানসোলে তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হয়ে গেল। আসানসোল পৌরনিগমের 55 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু হয়ে গেল আজ। স্থানীয় তৃণমূল নেতা শংকর চক্রবর্তীর নেতৃত্বে এই দেওয়াল লিখন শুরু হয়েছে। শংকর চক্রবর্তী জানান, "আমরা কোনও প্রার্থীর নাম লিখছি না। তবে প্রচারের কাজ এগিয়ে রাখছি।" যদিও সূত্রের খবর, এলাকায় যাতে কোনও দেওয়ালে বিজেপি দেওয়াল লিখন না করতে পারে তাই আগেভাগে সব দেওয়াল দখল করেছে তৃণমূল ।