দেওয়াল লিখে ভোট মেলে না, বিজেপির দেওয়াল লিখনে কটাক্ষ তৃণমূল নেতার - আসানসোলে বিজেপির দেওয়াল লিখন
একুশে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি । সভায় সভায় রাজনৈতিক তরজা তো রয়েছেই, তারই মধ্যে কে আগে দেওয়াল লিখবে তা নিয়েও এবার তরজা তুঙ্গে । আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দেখা গেল তেমনই ছবি । কুলটির হাতিনল ও রক্তা গ্রামে বিজেপির নেতা-কর্মীরা গতকাল থেকে দেওয়াল লিখন শুরু করেছে । যদিও বিষয়টিকে আমল দিতে চাইছেন না স্থানীয় তৃণমূল নেতারা । কুলটির তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্যের কথায়, "দেওয়াল লিখে ভোট পাওয়া যায় না ।"