যাত্রাপালার নামে অশ্লীল নাচ, হেমতাবাদে ধুন্ধুমার
রায়গঞ্জ, ২৩ অক্টোবর : যাত্রাপালার নামে অশ্লীল নৃত্যকে ঘিরে ধুন্ধুমার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের সমসপুর এলাকায় । যাত্রা কমিটি ও দর্শকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় । জখম একাধিক । যাত্রাপালার নামে অশ্লীল নৃত্যকে ঘিরেই মূলত সংঘর্ষ বাধে যাত্রাপালা কমিটি ও দর্শকদের মধ্যে ।ছোটো পোশাকে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচের বিরোধিতা করার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে এক যুবতি ছোটো পোশাক পড়ে নাচ করছেন ৷ এমন অশ্লীল নাচের বিরোধিতা করেছেন উত্তর দিনাজপুরের সংস্কৃতি প্রেমী সংগঠনের সদস্যরা। হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মিহির সেনগুপ্ত বলেন, "এইভাবে যাত্রার নামে অশ্লীল নাচের তীব্র বিরোধিতা করছি।হেমতাবাদসহ সমগ্র উত্তর দিনাজপুরের সাংস্কৃতিক পরিবেশ নষ্ট করার অধিকার কারও নেই। প্রশাসনের পদক্ষেপ আশা করছি।"