কোরোনা রুখতে দার্জিলিঙে পর্যটকদের ভরতে হবে সেলফ রিপোর্টিং ফর্ম - দার্জিলিং
দার্জিলিঙে কোরোনা মোকাবিলায় পর্যটকদের ভরতে হবে সেলফ রিপোর্টিং ফর্ম । গান থেকে শুরু করে পথনাটিকা, পোস্টার, ব্যানার, প্রচার পত্র বিলি সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগিয়ে পাহাড়ি এলাকায় সচেতনতামূলক জোরদার প্রচারাভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এদিন দার্জিলিঙের লালকুঠিতে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলা প্রশাসন ও GTA-র তরফে এই বৈঠক হয় । এতে স্বাস্থ্য দপ্তর, হোটেল মালিক, পুলিশ, পরিবহন, হোম-স্টে , NGO সহ একাধিক সংস্থা ও দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । GTA-র প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা বলেন, ''স্ক্রিনিং থেকে শুরু করে যা যা করার সবই করা হচ্ছে । পাহাড়ের হাসপাতালগুলিতে থাকছে আইসোলেশন ওয়ার্ড । সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে গাড়ির চালকদের মধ্যে 15 হাজার মাস্ক বিলি করা হবে । সীমান্ত এলাকায় নজরদারি, স্বাস্থ্য শিবির করা হচ্ছে । মানেভঞ্জন, শিমূলবাড়িতে অতিরিক্ত স্ক্রিনিং শিবির করা হয়েছে । তবে এখনও পর্যন্ত পাহাড় সহ দার্জিলিং ও কালিম্পঙ জেলায় কোনও কোরোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মেলেনি । আক্রান্ত সন্দেহে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া পাঁচজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর দেখা গেছে তাঁরা কেউ কোরোনা আক্রান্ত নন ।''