পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভাইরাল মাতৃহারা হস্তিশাবকের জলপানের দৃশ্য - baby elephant snack scene

By

Published : Jun 14, 2021, 1:15 PM IST

আলিপুরদুয়ারের জলদাপাড়ার পিলখনাতে জন্মের কিছুদিন পরই একটি হস্তিশাবক তার মায়ের থেকে দলছুট হয়ে যায় ৷ বন দফতরের লোকেরা সেই হস্তিশাবককে উদ্ধার করে সেন্ট্রাল পিলখানায় আশ্রয় দিয়েছিল । বর্তমানে তার বয়স মাত্র 1 বছর 9 মাস । জল পিপাসা পাওয়ায় নিজেই লোকালয়ে এসে একটি স্কুলের টিউবওয়েল শুঁড় দিয়ে পাম্প করে জল পান করতে দেখা গেল তাকে । আজকে মাতৃহারা হস্তিশাবককে এভাবে জল পান করতে দেখে আবেগ তাড়িত হয়ে পড়েছেন সকলেই ৷ বর্তমানে এই ভিডিওটি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ।

ABOUT THE AUTHOR

...view details