শিলিগুড়িতে BJP-র মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙা হল ব্যারিকেড
শিলিগুড়িতে BJP-র মিছিল ঘিরে উত্তেজনা । রাজ্যজুড়ে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ শিলিগুড়িতে মিছিলের ডাক দেয় BJP মহিলা মোর্চা । প্রবল বৃষ্টির মধ্যেও দুপুর 12টা নাগাদ মিছিল শুরু হয় । ছিলেন BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল, সৌমিত্র খাঁ এবং সায়ন্তন বসু । মিছিল এগোতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরপর দু'টি ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন BJP-র কর্মী-সমর্থকরা । পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হন বেশ কয়েকজন BJP-র মহিলা সমর্থক । একজন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । উত্তেজনা আরও বাড়ে । রাস্তার উপর বসে পড়েন সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা পাল এবং সায়ন্তন বসু ।